15th February, 2020, 10:03 AM
কুড়িগ্রাম বর্ডার গার্ড পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমকপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করে কুড়িগ্রাম বর্ডার গার্ড পাবলিক স্কুল কর্তৃপক্ষ।
১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশ এবং পাঁয়রা অবমুক্ত সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রাম ব্যটালিয়ন (২২ বিজিবি) চত্ত্বরস্থ বর্ডার গার্ড পাবলিক স্কুলে দিনব্যাপী এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও কুড়িগ্রাম-২ আসনের এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিজিবি’র রংপুর সেক্টর সদর দপ্তর উপ-মহাপরিচালক কর্ণেল আবু জাহিদ সিদ্দিক পিএসসি, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর আলী, কুড়িগ্রাম ২২ বিজিবি’র পরিচালক ও বর্ডার গার্ড পাবলিক স্কুলের সহ-সভাপতি কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন।
উল্লেখ্য, অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের’র উপদেষ্টা ও কুড়িগ্রাম-২ আসনের এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ উক্ত স্কুলের লেখাপড়ার মানোন্নয়নে একটি ৪ তলা ভবন বরাদ্দ এবং খেলার মাঠটি ভরাট করণের প্রতিশ্রুতি দেন। এ সময় স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকবৃন্দ তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এমপি পনির উদ্দিন আহমেদ আরো বলেন-বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নে সর্বদাই আন্তরিক। আমি চাই এই বর্ডার গার্ড পাবলিক স্কুলটি পড়ালেখায় রংপুর বিভাগে শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হিসেবে প্রতিষ্ঠা লাভ করুক।
#রাশিদুল_ইসলাম, কুড়িগ্রাম।
We appreciate you contacting us. Our support will get back in touch with you soon!
Have a great day!
Please note that your query will be processed only if we find it relevant. Rest all requests will be ignored. If you need help with the website, please login to your dashboard and connect to support