1st February, 2020, 5:38 PM
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পাখিউড়া সীমান্তে ভারতীয় বিএসএফের ছোড়া রাবার বুলেটে জামাল উদ্দিন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর রাতে অবৈধভাবে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গরু পাচারের সময় সে গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে একই দিন বিকাল ৪টার দিকে কচাকাটা থানা পুলিশ নিহতের মরদেহ থানায় নিয়ে আসে।
নিহত জামাল উদ্দিন নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালাইয়ের চর এলাকার লুৎফর রহমানের ছেলে।
স্থানীয়রা ও নারায়ণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য শাহাদৎ হোসেন জানান, শনিবার ভোরে পাখিউড়া কালাইয়ের চর সীমান্তে আন্তর্জাতিক পিলার ৩৯/৪ এর নিকট দিয়ে ভারতের অভ্যন্তরে আসামের মন্ত্রীরচরে যায় একদল বাংলাদেশি ডাঙ্গোয়াল (গরু পাচারের রাখাল)। এ সময় চোরাকারবারিদের উপস্থিতি টের পেয়ে রাবার বুলেট নিক্ষেপ করে ভারতীয় বিএসএফ। এতে জামাল উদ্দিন গুলিবিদ্ধ হয় বলে তার সঙ্গীরা জানায়। পরে স্বজনরা গোপনে চিকিৎসা করলেও তাকে বাঁচাতে পারেনি।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বিএসএফের গুলিতে জামালের মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, বিএসএফের ছোড়া রাবার বুলেটে কিশোরের মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবারের দাবি। মরদেহ বিকাল ৪টার দিকে নিহতের বাড়ি থেকে থানায় নিয়ে আসা হয়েছে। পোস্টমর্টেমের জন্য লাশ পাঠানোর প্রস্তুতি চলছে।
এ প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোহাম্মদ জামাল হোসেন জানান, নারায়নপুর সীমান্তের পাখিউড়া বর্ডার আউট পোস্টের (বিওপি) অধীন সীমান্তে এক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। জামাল নামে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও তার মরদেহ স্পটে পাওয়া যায়নি। বিএসএফ কিংবা চোরাকারবারিদের গুলিতে সে মারা গেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
We appreciate you contacting us. Our support will get back in touch with you soon!
Have a great day!
Please note that your query will be processed only if we find it relevant. Rest all requests will be ignored. If you need help with the website, please login to your dashboard and connect to support